আরিফ হোসেন হারিছ:
টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে সিরাজদীখানে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একমাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৩০ জন যুবক ও ৩০ জন যুবারানীদের সনদ প্রদান করা হয় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক মো. মতিয়ার রহমান। আরো ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল,উপজেলা যুব উন্নয়ন উপ-সহকারী অফিসার মো. আলমগীর,দীপক চন্দ্র বিশ্বশর্মা,প্রশিক্ষনার (টেকাব) মাসুদ পারভেজ আরো অনেকে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষিত যুব সমাজের উন্নয়ন কার্যক্রমে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ একমাস ব্যাপী শেষ হয়েছে।