মোঃ রাসেল ফরাজীঃ
মুন্সীগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের উত্তর ইসলামপুরের আলোচিত ট্রিপল মার্ডারের বরো ২জন আসামি গ্রেফতার করেন। শনিবার(৪ই এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জের ডিবি পুলিশের একটি আভিযানিক দল ফরিদপুর ও শরিয়তপুর জেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। শরিয়তপুর জেলা থেকে আসামি মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুরের হাজী বাড়ীর আব্দুল মতিনের ছেলে রোকন উদ দৌলা রাফসান(রাফি)(২০) কে এবং ফরিদপুর জেলায় অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ শহরের মানিকপুর ইউরো প্লাজার সুরুজ মোল্লার ছেলে তানভীর মোল্লা (রামিম)(১৯) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখিত মামলার অন্যতম আরেক আসামি আলভী মুনতাসিম অভি (২০) কে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ গত ২ই এপ্রিল শুক্রবার ঢাকা থেকে গ্রেফতার করেন। আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে মামলার গ্রেফতারকৃত অন্যতম আসামি অভি বিজ্ঞ আদালতে কা: বি: ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুজাম্মেল হক জানান, তানভীর মোল্লা (রামিম) রোকন উদ দৌলা রাফসান(রাফি)কে গ্রেফতারের পর আসামিরা মামলা সংক্রান্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এ হত্যা মামলার ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের প্রত্যেককেই গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।আসামিদেরকে আদালতে সোপর্দ করা হইছে।