মোঃ রাসেল ফরাজীঃ
মুন্সীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট সহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
সোমবার (১৫ই ফেব্রুয়ারি) রাত ৯.২০ মিনিটের সময় মুন্সিগঞ্জ সদর থানার বাঘাইকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশ।
এ অভিযানে মুন্সীগঞ্জ সদর থানাধীন বাঘাইকান্দি এলাকার মৃত ইসমাইল সরকারের ছেলে মোহাম্মদ নাসির সরকার(৪৯) কে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক মামুন শামীম এলাকার এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আসামির বিরুদ্ধে পূর্বের পাঁচটি মাদক মামলা আছে।