মোঃ রাহাত (টংগিবাড়ী):
টংগিবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থার সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। শুক্রবার সকালে সোনারং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সকাল ৮ টায় সদস্যদের নিয়ে সভাপতি প্যানেল ও সাধারন সম্পাদক প্যানেলে আলাদা দুই টিম হয়ে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্টিত হয়।
খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে সাধারন সম্পাদক প্যানেলের অধিনায়ক রাহাতের করা একমাত্র গোলে এগিয়ে যায় সাধারন সম্পাদক প্যানেল।বিরতির পর ৪৫ শান্তর করা একমাত্র গোলে খেলায় সমতায় ফিরে সভাপতি প্যানেল।পরবর্তী সময়ে আর গোল না হওয়ায় ড্রো নিয়ে মাঠ ছাড়ে দুই দল
খেলাটি ১-১ গোলে ড্র হয়।