মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
“কৃষক বাঁচাও , দেশ বাঁচাও” এই প্রতিপাদ্যে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ আলু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ সদরের চরমুক্তারপুর সুরভী এগ্রো পেপার মিল মাঠে ৩ শতাধিক কৃষকের মাঝে ২০ কেজি করে বীজ আলু বিতরণ করা হয়। আলু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভােকেট মৃণাল কান্তি দাস।
আলু বীজ বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা কৃষক লীগের সভাপতি মোহসীন মাখন। মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ পিয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়ার সঞ্চালনায় এসময় দেওয়ান আইস এন্ড কোল্ড স্টোরেজের মালিক মো. আরশ দেওয়ান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম ফিরোজ, সহ-সভাপতি হাজী এবি সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আল মাহমুদ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোর্শেদা আক্তার লিপি, জেলা পরিষদের সদস্য মো. আরিফুর রহমান, মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর নার্গিস আক্তার, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া, লৌহজং উপজেলা কৃষকলীগের সভাপতি মো. জুলহাস বেপারী, সিরাজদিখান উপজেলা কৃষকলীগের সভাপতি মো. মামুন, শ্রীনগর কৃষকলীগের সভাপতি হাজী মো. আব্দুর রউফ সহ জেলা, বঙ্গবন্ধু শিশু ও কিশোর মেলা কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুজ্জামান শরীফ, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সজল আহাম্মেদ মিতালী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ সহ উপজেলা, পৌরসভার ও ইউনিয়নের আওয়ামীলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন