আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, বিলম্বে হলেও শেষ পর্যন্ত এবারো তিনি আমাকে আমার প্রিয় মানুষদের হাতে লেপ তুলে দেওয়ার তৌফিক দিলেন। আর্থিক কারণে দেরী হলেও সম্পূর্ণ ব্যাক্তিগত তহবিল থেকে এক হাজার লেপ বিতরণের অংশ হিসেবে
আজ টংগিবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহেদ এর ব্যক্তিগত উদ্যোগে তার নিজ বাড়ী থেকে ধীপুর ইউনিয়নের ২৪০ টি শীতার্ত পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়। বরাবরের মত এবারো লেপ নিতে আসা সবাইকে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, ডাল ও দই দিয়ে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়। আন্তরিক পরিবেশে তাদের সাথে অনেকক্ষন আড্ডা দেওয়া হয়। লেপ বিতরণ অনুষ্ঠানের সৌন্দর্য অনেক গুন বৃদ্ধি পায় মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হারুন অর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব নাহিদ খান, সোনাং-টংগিবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, আব্দুল্লাহপুর ইউনিয়ন চেয়ারম্যান আঃ রহিম, কে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ আলম মাধবর সহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে লেপ বিতরণ কার্যক্রম উদ্বোধন করায়। লেপ বিতরণ আয়োজনে আন্তরিক সহযোগিতা করায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলী পারভীন, ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, এর সভাপতি জনাব রাজ্জাক বেপারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলায়েত শাহীন, সাবেক সাধারণ সম্পাদক জনাব সাহেদ আলী মোল্লা, যুবলীগ নেতা কাজী শাহ আলম সহ সবাইকে ধন্যবাদ জানানো হয়।