আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আর্থিক সহায়তা নিয়ে নিন্ম মধ্যবিত্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউথ ফাউন্ডেশন।
শুক্রবার ৮ জানুয়ারী বিকালে ৫ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের নুরুল ইসলাম করোনা কালীন সময়ে আর্থিক সংকটে পরেন। এ কারণে ছেলে মেয়েদের পড়ালেখার ক্ষতি হচ্ছিল। ইউথ ফাউন্ডেশন পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নুরুল ইসলাম এর হাতে
দশ হাজার টাকা ও ছেলেমেয়ে জন্য স্কুল ব্যাগ উপহার তুলে দেন।
এ-সময় নুরুল ইসলাম খুশী হয়ে ইউথ ফাউন্ডেশনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। পাশাপাশি তার সন্তানদের পড়াশোনার সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের বিআরবি চেয়ারম্যান তাজুল ইসলাম পিন্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যাবেদুর রহমান যোবায়ের, ইউথ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য আরিফ রশিদ, আহসান হাবীব শিশীর, ইউথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বায়েজিদ খান, স্বেচ্ছাসেবী লামীয়া হক।