মোঃ লিটন মাহমুদঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন ওলামা কমিটি ও স্থানীয় মাদ্রাসার উদ্যোগে ভাঙ্গা মোড়ে বাদ জুমা (২৭ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় চুড়াইন মাদ্রাসর মুহতামিম হযরত মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ওলামায়েকেরাম হযরত মাওলানা মুফতি খাইরুল ইসলাম, মুফতি শহিদুল্লাহ, মাওলানা আব্দুল হান্নান, মুফতি শাহ নেওয়াজ শাহীন, মুফতি আবু তাহের, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: তোতা মিয়া মুন্সী, হাজী মো: রবীন হোসেন, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বজ্রযোগিনী ইউনিয়ন শাখা, মো: ফরহাদ হোসেন, শিক্ষক বজ্রযোগিনী জে জে উচ্চ বিদ্যালয়, জসিম উদ্দিন, মো: আ: গফ্ফার প্রমুখ।
শত শত মুসলিম জনতা মিছিল সহকারে বজ্রযোগীনি ইউনিয়ন পরিষদ থেকে ভাঙ্গা পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের পণ্য বর্জনসহ হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিকারি ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও দাবি জানান।
তারা আরও বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা:) এর সর্বোচ্চ সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিশ্বনবীর মর্যাদা, সম্মান সবার উর্ধ্বে তুলে ধরেছেন। অথচ ফ্রান্সের সরকার আমাদের সেই নবীকে নিয়ে কটূক্তি করেছে যাহা খুবই নিন্দনীয়। সমাবেশ স্থল থেকে ফ্রান্সের সরকারসহ তাদের পেতাত্মাদের ধিক্কার জানান বক্তারা।