আরিফ হোসেন হারিছ সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সিরাজদিখানে সিএনজি চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার ২৩ নভেম্বর বিকাল ৩ টায় ঢাকা-নবাবগঞ্জ সড়কের উপজেলার চিত্র কোট ইউনিয়নের গুয়ালখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো.নুরুল ইসলাম (৬০) উপজেলার চিত্রকোট ইউনিয়নের গুয়ালখালী গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে।
সিরাজদিখান থানার শেখেরনগর পুলিশ ফাড়ির এসআই অহিদুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃদ্ধ সড়ক পার হতে গিয়ে দ্রুতগতি একটি সিএনজি চাপা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী সিএনজিসহ চালককে আটক করে পরে তারা দু’পক্ষই বিষয়টি সমাধান করে ফেলে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।