আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সিরাজদিখানে সকল নাগরিকের সমান অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ নভেম্বর বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ও এডাব, মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। এডাব মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় আরো ছিলেন এডাব মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ডা.আলম মীর,সদস্য জসিমউদদীন মোল্লা,রতনা হাওলাদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডাব বিভাগীয় সম্বয়কারী মো.নুরুল আমিন স্বপন।
সেমিনারে বক্তব্য রাখেন কামার, কুমার, জেলে, তাঁতী, বেঁদে, হিজড়া ও প্রতিবন্ধী।