আরিফ হোসেন হারিছঃ
বাংলাদেশ মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মোঃ ফয়সাল হাওলাদার, সহ- সভাপতি হাজী জাকির হোসেন বেপারী, খিদিরপাড়া ইউনিয়নের হুগলী গ্রামের শেখ মোঃ বুলবুল আহম্মদ (মেম্বার) এর সহযোগিতায় ব্যারিষ্টার সুমন সাহেবের এর ফুটবল একাডেমীতে সুযোগ পেলেন লৌহজং থানার খিদিরপাড়া ইউনিয়নের হুগলী গ্রামের
মোঃ হাবুল হাওলাদার এর ছেলে মোঃ সিয়াম হাওলাদার।
আজ ১৮/১০/২০২০ইং রোজ রোববার হবিগঞ্জ চুনারুঘাট ব্যারিষ্টার সুমন সাহেবের ফুটবল একাডেমীর সাধারন সম্পাদক,
মোঃ কাওসার আহম্মেদ এর হাতে সিয়াম কে তুলে দেন বাংলাদেশ মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
সিয়ামের বাবা হাবুল হাওলাদার জানান সিয়াম ছোট বেলা থেকে তার ইচ্ছে ফুটবল খেলার পড়াশোনার পাশা পাশি ফুটবল নিয়ে ব্যস্ত থাকেন
আমি অসহায় দিন মজুর দিন আনি দিন খাই, তার পরেও ছেলেকে কিছুই বলিনি তার অনেক ইচ্ছে ব্যারিষ্টার সুমন সাহেবের একাডেমীতে খেলা শিখার
সারা দিন তার ফুটবল খেলা দেখে বাংলাদেশ মানব সেবা সংগঠনের সহযোগিতায় অাজকে ছেলেটির মনের অাসা পূরন হয়েছে কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি এবং বুলবুল মেম্বার এর প্রতি দোয়া চাই সকলের কাছে সিয়াম এর জন্য অাল্লাহ যেনো ওর মনের আশা পূরন করেন।